মুদ্রা ধাতু কি?

মুদ্রা ধাতু কি?




পর্যায় সারণির গ্রুপ- 11 মৌল সমূহ কপার (Cu), সিলভার (Ag) , গোল্ড (Au) এদেরকে মুদ্রা ধাতু বলে।

প্রাচীনকালে এই ধাতু গুলির তৈরি মুদ্রা পণ্য ব্যবসা - বাণিজ্যে পণ্য বিনিময় কারক হিসেবে ব্যবহার করা হতো বলে এমন নাম করন করা হয়।

 কপার (Cu) এর পারমাণবিক সংখ্যা 29 এবং ভরসংখ্যা 63.5, 
সিলভার (Ag) এর পারমাণবিক সংখ্যা 47 এবং ভরসংখ্যা 108. 
গোল্ড (Au) এর পারমাণবিক সংখ্যা 79 এবং ভরসংখ্যা 197.  
মুদ্রা ধাতু গুলির সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম। 
এজন্য এদেরকে স্ব-বিজারণ প্রক্রিয়ায় আকরিক থেকে মুক্ত ধাতু নিষ্কাশন করা হয়। তবে গোল্ডকে প্রকৃতিতে প্রায় মুক্ত অবস্থায় পাওয়া যায়। 
এসব ধাতুর সক্রিয়তা হাইড্রোজেন এর থেকে কম হওয়ায় এই ধাতু গুলি এসিডের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করতে পারেনা। 
কপার ও সিলভার গৃহস্থালির বিভিন্ন হাড়ি - পাতিল তৈরি করতে ব্যবহার করা হয়। গোল্ড কে বিভিন্ন গহনা তৈরিতে ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।