ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?

ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন?


 
ইথানল হচ্ছে জৈব যৌগ। 
যা অক্সিজেনে দহন করলে কার্বন ডাই-অক্সাইড, জলীয়বাষ্প ও তাপ শক্তি উৎপন্ন হয়।
  
C₂H₅OH + O₂ ----> CO₂ + H₂O + তাপশক্তি

আমরা এই তাপ শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করি। খনিজ জ্বালানি যেমনঃ কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদির মত ইথানল কে পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। খনিজ জ্বালানির মত ইথানলকে তাপ ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে কল কারখানা, গাড়ি প্রভৃতি চালানো যায়। কোন কোন দেশে খনিজ জ্বালানির সঙ্গে 20% থেকে 30% ইথানল ব্যবহার করা হয়। এতে করে খনিজ জ্বালানির উপর বাড়তি চাপ হ্রাস পায়। ইথানল কার্বোহাইড্রেট জাতীয় শস্যদানা যেমনঃ ভুট্টা, আলু, ইক্ষু, গম, ধান ইত্যাদি থেকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করা যায়।
 ইথানল এর উৎস এই শস্যদানা গুলি শেষ হয়ে গেলে পরবর্তীতে তা কৃষি কাজের মাধ্যমে পুনরায় উৎপাদন করা যায়। 
এজন্য ইথানল কখনো শেষ হবার নয়। 
এ কারণে ইথানলকে জৈব জ্বালানি বলা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।