ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য।


 

ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ


১. সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অনুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া হল ব্যাপন। 
অন্যদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া।


২.  ব্যাপন এর ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাহিরে চাপ একই থাকে। অপরদিকে, নিঃসরণের বেলায় পাত্রের ভিতর অধিকচাপ এবং পাত্রের বাহিরে কম চাপ থাকে।


৩.  ব্যাপন দীর্ঘসময় স্থায়ী হয়। অন্যদিকে, নিঃসরণ স্বল্প সময় স্থায়ী হয়।

Comments

  1. some more would do. ☺️☺️

    ReplyDelete
  2. আমার দুই ভাই পছন্দের গান করার জন্য টাকার মালিক ও গাওয়ার এই গান করার জন্য ধন্যবাদ আঙ্কেল আমার ছেলেদের জন্য বলল

    ReplyDelete
  3. তেল গ্যাস সিলিন্ডার আমার দুই সহদর আমার দুই সহদর আমার দুই সহদর আমার দুই বছর পরিবারের সদস্যদের জন্য আশীর্বাদ রইল।

    ReplyDelete
  4. কেন প্লিজ ভুল ছিল আমার সাধ ছিল আমার সাধ ছিল

    ReplyDelete
  5. বোকা *** নাকি?

    ReplyDelete
  6. টেমপ্লেট নমস্কার। প্লিজ ভুল ছিল। ধন্যবাদ আঙ্কেল। নিশ্চয়ই কোন অভিমান আর আমার সাধ নমস্কার। প্লিজ হেল্প চাই এই গান করার জন্য ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।