উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?

উদ্ভিদ কিভাবে ইউরিয়া সার গ্রহণ করে?


 

ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেন ঘটিত অম্লীয় সার। ইউরিয়া সারে 46% নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। ইউরিয়া সার কে মাটিতে প্রয়োগ করলেন মাটিতে থাকা ইউরিয়েজ নামক এনজাইমের প্রভাবে ধীরে ধীরে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এ পরিণত হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH₄+ আয়ন ও OH - আয়নে আংশিক ভাবে বিয়োজিত অবস্থায় থাকে। উদ্ভিদ NH₄+ আয়ন লবণ হিসেবে পানির সাথে মূলের মাধ্যমে শোষণ করে থাকে। এইভাবে উদ্ভিদ মূলের মাধ্যমে ইউরিয়া শোষণ করে।

NH₂-CO-NH₂+ H₂O -----> 2NH₃ + CO₂

NH₃ (l) + H₂O (l) <-----> NH₄OH (aq)

NH₄OH (aq) <----> NH₄+(aq) +OH-(aq) 

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।