অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন?

অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন?




ব্রনটেস্ট বা প্রোটনীয় মতবাদ মতবাদ অনুযায়ী যেসব যৌগ, আয়ন, পরমাণু প্রোটন গ্রহণ করতে পারে তারা ক্ষারক।
আবার, লুইস এর মতবাদ অনুসারে যারা কমপক্ষে একজোড়া লোনপেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে তারা ক্ষারক।

অ্যামোনিয়া ( : NH₃)  অণুতে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। যা অন্যকে দান করতে পারে। এইজন্য অ্যামোনিয়া একটি ক্ষারক।
আবার, অ্যামোনিয়া একটি প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। যা ব্রনটেস্ট  মতবাদ অনুসারে ক্ষারক।
       
     :NH₃ + H+   -------> NH₄+

সুতরাং বলা যায়, অ্যামোনিয়া একটি ক্ষারক।

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ক্ষারধর্মী আর ক্ষারক কি একই কথা স্যার ??

    ReplyDelete
  3. তবে লিটমাস কাগজের কথা ভাবলেই হত

    ReplyDelete
  4. ক্ষারক আর ক্ষার একই নয়।তাহলে উত্তর কি হবে?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।