আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি?

আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি?


আইসোটোপঃ 

যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু এদের ভরসংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। 

অথবা একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। 

যেমন - কার্বনের আইসোটোপ C-12, C- 13, C- 14. আবার O- 16, O- 17, O - 18   
আবার, হাইড্রোজেনের সাতটি আইসোটোপ আছে। এর মধ্যে H - 1, H -2, H - 3 প্রকৃতিতে এবং H -4, H -5, H -6, H - 7 তেজস্কিয় আইসোটোপ।
আবার Ne - 20, Ne - 21, Ne - 22 পরস্পরের আইসোটোপ।


আইসোবারঃ 

যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু ভর সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলে।      

যেমন - Cu এর পারমানবিক সংখ্যা 29 ও Zn এর পারমানবিক সংখ্যা 30 কিন্তু উভয়ের ভরসংখ্যা  65।  
কাজেই Cu ও Zn পরস্পরের আইসোবার। 
আবার, 
Ar- এর পারমানবিক সংখ্যা -18, 
K এর পারমানবিক সংখ্যা -19,       Ca এর পারমানবিক সংখ্যা - 20. 
কিন্তু এদের ভরসংখ্যা -40 একই হওয়ায় Ar, K, Ca পরস্পরের আইসোবার।


আইসোটোনঃ 


যেসব মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ভরসংখ্যা ভিন্ন, কিন্তু নিউট্রন সংখ্যা একই তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। 

যেমন- 
Si- এর পারমাণবিক সংখ্যা - 14, ভরসংখ্যা - 30 এবং নিউট্রন সংখ্যা - 16. 
আবার, 
P- এর পারমাণবিক সংখ্যা - 15, ভরসংখ্যা - 31 এবং নিউট্রন সংখ্যা - 16. 
এখানে Si ও P এর নিউট্রন সংখ্যা সমান । 

অতএব Si ও P পরস্পরের আইসোটোন। 
C, N, O পরস্পরের আইসোটোন। এদের নিউট্রন সংখ্যা যথাক্রমে      
C = (14 - 6) = 8, 
N = (15 - 7) = 8,                  
O = (16 - 8) = 8.

Comments

  1. I owe you a favour. it's helping me so greatly.

    ReplyDelete
  2. আইসোটোন সংজ্ঞাই ভুল রয়েছে।

    ReplyDelete
  3. আইসোটন এর সঙ্গায় নিউট্রন সংখ্যা একই হবে 😃

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।