অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি।

অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি।


 

অ্যালকোহলকে নিরুদক গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়।

RCH₂-CH₂OH+H₂SO₄-----> RCH=CH₂+H₂O

যেমনঃ ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 170 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়।

CH₃-CH₂OH + H₂SO₄ ------> CH₂=CH₂+H₂O


আবার, অ্যালকোহলকে অ্যালুমিনিয়াম অক্সাইড সহযোগে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়।

RCH₂-CH₂OH+Al₂O₃-----> RCH=CH₂+H₂O

Comments

  1. বুঝলাম না।💔

    ReplyDelete
  2. সমতা কিভাবে হল

    ReplyDelete
    Replies
    1. এখানে সালফিউরিক এসিড প্রভাবকের ভূমিকা রেখেছে।
      ইথানলের সাথে বিক্রিয়া করে নি।
      এবার বুঝলেন ☺️

      Delete
    2. ভাই সালফিউরিক এসিড ও বিক্রিয়া করে । মূলত এই বিক্রিয়া দুইটা প্রোসেসে কমপ্লিট হয়৷ এখানে শুধু সামগ্রিক বিক্রিয়াটা দেওয়া আছে ।

      Delete
  3. এখানে ইথানলকে ১৭০°C তাপমাত্রায় সালফিউরিক এসিড দ্বারা নিরুদিত করে এক অনু পানি অপসারণের মাধ্যমে ইথিন উৎপন্ন হবে।এখানে ভুল আছে।

    ReplyDelete
  4. ভাই তাইলে দুইটা প্রোসেস ই লিখে দেন

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।