নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?

নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?


 

ঘনীভবন পলিমারঃ  যে পলিমারকরণ বিক্রিয়ায় দুইটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট মনোমার অনুসমুহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র অনু যেমনঃH₂O,CO₂, ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে।

 
অ্যাডিপিক এসিড {HOOC-(CH₂)₄-COOH} ও 
হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে
{NH₂-(CH₂)₆-NH₂} 
পলিমারকরণ করলে পানি অনু অপসারিত হয়ে নাইলন পলিমার উৎপন্ন হয়।

HOOC-(CH₂)₄-COOH+ NH₂-(CH₂)₆-NH₂ ---->
   
HOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂+H₂O

nHOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂----->

[--OC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH--]n + nH₂O
                নাইলন 6:6

সুতরাং বলা যায় নাইলন একটি ঘনীভবন পলিমার।

Comments

  1. Replies
    1. নাইলন ৬:৬ এ কি জৈব এসিড থেকে প্রস্তুত করা হয়?

      Delete
  2. এর নাম নাইলন৬ঃ৬ কেন?

    ReplyDelete
    Replies
    1. কারণ এখানে অ্যাডিপিক এসিডের ৬টা কার্বন ও হেক্সামিথিলিন ডাই অ্যাম্মিন এর ৬টা কার্বন ব্যবহৃত হয়েছে

      Delete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।