লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কিভাবে সহজে বের করা যায়।

যেকোনো লবণের জলীয় দ্রবণের প্রকৃতি কিভাবে সহজে বের করা যায়।




আমরা জানি, অম্ল ও ক্ষারক বিক্রিয়া করে লবণ গঠন করে। 
অম্ল ও ক্ষারকের মধ্যে যেটি শক্তিশালী উৎপন্ন লবণের জলীয় দ্রবণের প্রকৃতি ওই শক্তিশালী অম্ল ও শক্তিশালী ক্ষারকের প্রকৃতির মত।

যেমনঃ অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl₃) লবণ দুর্বল ক্ষারক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al(OH)₃ ও শক্তিশালী অম্ল হাইড্রোক্লোরিক এসিডের (HCl) বিক্রিয়ায় উৎপন্ন হয়। 
এখানে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড Al(OH)₃ দুর্বল হওয়ায় জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়।

Al(OH)₃ (aq) <-------> Al³+ (aq) +3OH-(aq)

 
কিন্তু হাইড্রোক্লোরিক এসিড (HCl) সবল হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে।
    
HCl (aq) ------> H+(aq)+Cl - (aq)

 
এ কারণে জলীয় দ্রবণে প্রোটনের (H+) ঘনমাত্রা বেশি থাকে। 
এজন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লীয়।

আবার, সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) এর জলীয় দ্রবণ ক্ষারীয়। কারণ, সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ও দুর্বল কার্বনিক অ্যাসিডের (H₂CO₃) সমন্বয়ে সোডিয়াম কার্বনেট লবণ গঠিত। জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে বিয়োজিত থাকে।

NaOH (aq) --------> Na+ (aq) + OH - (aq)

 
কিন্তু কার্বনিক অ্যাসিড দুর্বল হওয়ায় জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত থাকে।

H₂CO₃ (aq) --------> H+(aq) + HCO₃- (aq)

সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে বিয়োজিত থাকায় জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের
(OH -) ঘনমাত্রা বেশি থাকে।
এ কারনে Na₂CO₃ এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির।

সবল অম্ল ও সবল ক্ষারকের সমন্বয়ে গঠিত লবণ নিরপেক্ষ প্রকৃতির। 

যেমনঃ সোডিয়াম ক্লোরাইড লবণটি (NaCl) সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) সমন্বয়ে গঠিত। NaCl জলীয় দ্রবণ নিরপেক্ষ প্রকৃতির। 
কারণ সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ও সবল অম্ল হাইড্রোক্লোরিক এসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে। NaCl  এর জলীয় দ্রবণে প্রোটন (H+) আয়ন ও হাইড্রোক্সিল (OH -) আয়নের ঘনমাত্রা সমান থাকে।
   
NaOH (aq) --------> Na+ (aq) + OH - (aq)
   
HCl (aq) ------> H+(aq)+Cl - (aq)

এ কারনে NaCl এর জলীয় দ্রবণ নিরপেক্ষ  প্রকৃতির। 

আবার, দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারকের লবণ নিরপেক্ষ প্রকৃতি। কারণ উৎপন্ন লবণ পানিতে আয়নিত হয়ে ঐ দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারক উৎপন্ন করে। যারা পানিতে আংশিক বিয়োজিত হয়। ফলে দ্রবণে প্রোটন ও হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রা সমান থাকে। এজন্য দুর্বল অম্ল ও দুর্বল ক্ষারকের লবণ নিরপেক্ষ প্রকৃতি।

যেমনঃ দুর্বল অম্ল (CH₃COOH) ও দুর্বল ক্ষারকের (NH₄OH) লবণ CH₃COONH₄ নিরপেক্ষ প্রকৃতির।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।