গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য।
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য।
গ্যাসীয় পদার্থঃ যে সকল পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন নেই তাকে গ্যাসীয় পদার্থ বলে।
গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
১. গ্যাসীয় পদার্থের অনুগুলির মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে।
২. গ্যাসীয় পদার্থের অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে।
৩. গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই।
৪. গ্যাসীয় পদার্থের কম্পন, আবর্তন ও স্থানান্তর গতি সবচেয়ে বেশি হয়।
৫. গ্যাসীয় পদার্থের ঘনত্ব অত্যন্ত কম।
৬. চাপ প্রয়োগে গ্যাস অত্যন্ত সংকোচনশীল হয়।
৭. গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সমস্ত আয়তন দখল করে থাকে।
৮. তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়।
Thanks
ReplyDeleteআন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি
Delete👌
ReplyDelete