বাষ্প ঘনত্ব কাকে বলে?

বাষ্প ঘনত্ব কাকে বলে? 




বাষ্প ঘনত্বঃ  একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোন আয়তনের ভর এবং সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের
গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়।

কোন গ্যাসের বাষ্প ঘনত্ব = 
(গ্যাসটির যেকোনো আয়তনের ভর) 
÷ (একই তাপমাত্রা ও চাপে সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর)। 

Comments

  1. উত্তর ঠিক আছে

    ReplyDelete
  2. ভাই ভুল হইসে সব

    ReplyDelete
  3. ভাই বাষ্প ঘনত্বের একক গুলি কোথায়

    ReplyDelete
    Replies
    1. বাষ্পঘনত্বের কোনো একক নেই।দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ার ফলে এর কোনো একক থাকার প্রশ্নই আসে না!

      Delete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।