বাষ্প ঘনত্ব কাকে বলে?
বাষ্প ঘনত্ব কাকে বলে?
বাষ্প ঘনত্বঃ একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের যে কোন আয়তনের ভর এবং সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভরের অনুপাতকে ঐ গ্যাসের
গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়।
কোন গ্যাসের বাষ্প ঘনত্ব =
(গ্যাসটির যেকোনো আয়তনের ভর)
÷ (একই তাপমাত্রা ও চাপে সমআয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর)।
উত্তর ঠিক আছে
ReplyDeleteভাই ভুল হইসে সব
ReplyDeletethik ta bolen vi
Deleteঠিক আছে
ReplyDeleteভাই বাষ্প ঘনত্বের একক গুলি কোথায়
ReplyDeleteবাষ্পঘনত্বের কোনো একক নেই।দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ার ফলে এর কোনো একক থাকার প্রশ্নই আসে না!
DeleteThank you
ReplyDelete