পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?
পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য কি?
পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনীর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. কোন মৌল যখন ভিন্ন ভিন্ন যৌগে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে তখন তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে।
অপরদিকে, পরিবর্তনশীল যোজনী বিশিষ্ট মৌলের সর্বোচ্চ যোজনী হতে সক্রিয় যোজনী বিয়োগ করলে যে যোজনী পাওয়া যায় তাকে সুপ্ত যোজনী বলে।
২. পরিবর্তনশীল যোজনী কখনো শূন্য হতে পারে না।
কিন্তু, সুপ্ত যোজনী শূন্য হতে পারে।
Comments
Post a Comment