স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন?

স্থূল সংকেত এক হলেও আণবিক সংকেত ভিন্ন কেন?




স্থূল সংকেত হচ্ছে যৌগের অণুতে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত প্রকাশ করে, কিন্তু প্রকৃত সংখ্যা প্রকাশ করে না।
অপরদিকে, আণবিক সংকেত যৌগ বা মৌলের অণুতে উপস্থিত মৌলসমূহের সঠিক সংখ্যা প্রকাশ করে। 
একই ধরনের মৌল দ্বারা গঠিত দুটি যৌগের উপাদান মৌলগুলোর পরমাণু সংখ্যার অনুপাত একই হতে পারে। 

যেমনঃ বেনজিন ও অ্যাসিটিলিন একই মৌল কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত এবং এদের পরমাণু সংখ্যার অনুপাত 1:1 
সুতরাং এদের উভয়ের স্থূল সংকেত CH. 
কিন্তু আণবিক সংকেত যথাক্রমে C₆H₆ ও C₂H₂.  

কিন্তু যেসব যৌগের সমানু বিদ্যামান তাদের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হয়। 
যেমনঃ ডাইমিথাইল ইথার ও ইথানল দুটি ভিন্ন পদার্থ হলেও এদের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। এদের আণবিক সংকেত C₂H₆O.

এজন্য বলা হয়, সমানুতা ব্যতীত দুটি যৌগের স্থূল সংকেত সংকেত একই হলেও আণবিক সংকেত ভিন্ন হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।