প্রকল্প ও সূত্র মধ্যে পার্থক্য কি?
প্রকল্প ও সূত্র মধ্যে পার্থক্য কি?
প্রকল্প ও সূত্রের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
বিজ্ঞানসম্মত সত্য ঘটনার কয়েকটি সমন্বিত ধারণা বা কল্পনাকে প্রকল্প বলে।
প্রকল্পের ধারণাগুলোকে যদি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাস্তবে প্রমাণ করা যায় তবে ঐ প্রকল্পের সংক্ষিপ্ত প্রকাশকে সূত্র বলে।
যেমন- বার্জেলিয়াসের প্রকল্পটিকে পরীক্ষার দ্বারা প্রমাণ করা সম্ভব হয় নি। সে জন্য এটি প্রকল্প হিসেবে থেকে গেছে।
কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্পটি পরীক্ষার দ্বারা প্রমাণ করা সম্ভব হয়েছে।
কাজেই এটি সূত্রে পরিণত হয়েছে।
💞
ReplyDelete