সংকেতের তাৎপর্য কি?

সংকেতের তাৎপর্য কি? 




কোন পদার্থের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ পদার্থের সংকেত বলে। 

সংকেতের তাৎপর্যঃ কোন যৌগের সংকেত হতে ঐ যৌগ সম্পর্কে যা যা জানা যায় তাকে ঐ যৌগের সংকেতের তাৎপর্য বলে।

সংকেতের তাৎপর্য দুই প্রকার। 
১. গুণগত তাৎপর্য।  
২. পরিমাণগত তাৎপর্য। 

গুণগত তাৎপর্যঃ  যে তাৎপর্যের মাধ্যমে শুধু পদার্থটির পরিচয় এবং পদার্থ কি কি মৌল দ্বারা গঠিত তা জানা যায়, তাকে সংকেতের গুণগত তাৎপর্য বলে। 

পরিমাণগত তাৎপর্যঃ  যেসব তাৎপর্য প্রকাশের ক্ষেত্রে গাণিতিক সংখ্যা ব্যবহার করা হয়, সেসব তাৎপর্যকে সংকেতের পরিমাণগত তাৎপর্য বলে।

Comments

  1. আমার দুই সহদর আমার দুই ভাই।
    নমস্কার নমস্কার নমস্কার। আমার সাধ ছিল আমার দুই সহদরের ষড়যন্ত্র তত্ত্ব সংগ্রহ করার। নমস্কার।

    ReplyDelete
  2. Now I am very happy because you.😉😉😆😆

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।