সংকেতের তাৎপর্য কি?
সংকেতের তাৎপর্য কি?
কোন পদার্থের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ পদার্থের সংকেত বলে।
সংকেতের তাৎপর্যঃ কোন যৌগের সংকেত হতে ঐ যৌগ সম্পর্কে যা যা জানা যায় তাকে ঐ যৌগের সংকেতের তাৎপর্য বলে।
সংকেতের তাৎপর্য দুই প্রকার।
১. গুণগত তাৎপর্য।
২. পরিমাণগত তাৎপর্য।
গুণগত তাৎপর্যঃ যে তাৎপর্যের মাধ্যমে শুধু পদার্থটির পরিচয় এবং পদার্থ কি কি মৌল দ্বারা গঠিত তা জানা যায়, তাকে সংকেতের গুণগত তাৎপর্য বলে।
পরিমাণগত তাৎপর্যঃ যেসব তাৎপর্য প্রকাশের ক্ষেত্রে গাণিতিক সংখ্যা ব্যবহার করা হয়, সেসব তাৎপর্যকে সংকেতের পরিমাণগত তাৎপর্য বলে।
thanks..
ReplyDeleteআমার দুই সহদর আমার দুই ভাই।
ReplyDeleteনমস্কার নমস্কার নমস্কার। আমার সাধ ছিল আমার দুই সহদরের ষড়যন্ত্র তত্ত্ব সংগ্রহ করার। নমস্কার।
Now I am very happy because you.😉😉😆😆
ReplyDelete