আয়নিক যৌগ চিহ্নিত করার উপায়?
আয়নিক যৌগ চিহ্নিত করার উপায়?
আয়নিক যৌগসমূহকে নিম্নরূপে চিহ্নিত করা যায়।
১. আয়নিক যৌগকে পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত করলে এরা পানিতে দ্রবীভূত হয়।
২. আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়।
৩. কঠিন অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
৪. ধাতু-অধাতু অথবা ধাতু ও যৌগমূলক আয়নিক যৌগ গঠন করে।
৫. অপোলার দ্রাবকে (যেমনঃ বেনজিন, ইথার ইত্যাদি) দ্রবীভূত হয় না।
উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে আয়নিক যৌগ গুলিকে শনাক্ত করা যায়।
Comments
Post a Comment