ইলেকট্রন বিন্যাস কি?
ইলেকট্রন বিন্যাস কি?
ইলেকট্রন বিন্যাসঃ কোন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে কতটি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত আছে তার প্রকাশকে ইলেকট্রন বিন্যাস বলে।
ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য বোর পরমাণু মডেল তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
ইলেকট্রন বিন্যাসের মূল বক্তব্য হলো-
১. প্রত্যেক পরমাণুতে একাধিক প্রধান শক্তিস্তর বিদ্যমান থাকবে। প্রত্যেক প্রধান শক্তিস্তর একটি সংখ্যা 'n' দ্বারা চিহ্নিত হয়। n এরমান পূর্ণসংখ্যা হয়।
২. নিউক্লিয়াসের নিকটতম শক্তিস্তর সবচেয়ে কম শক্তি সম্পন্ন হয়। নিউক্লিয়াস থেকে শক্তিস্তরের দূরত্ব যত বাড়ে শক্তিস্তর ততো বেশি শক্তি সম্পন্ন হয়। ইলেকট্রন সাধারণত কম শক্তিসম্পন্ন স্তরে আগে প্রবেশ করে।
Comments
Post a Comment