বার্জেলিয়াসের প্রকল্প কি?
বার্জেলিয়াসের প্রকল্প কি?
বার্জেলিয়াস প্রকল্পঃ একই তাপমাত্রা এবং চাপে সমআয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে।
অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে সকল
গ্যাসের সমান আয়তনে সমান সংখ্যক পরমাণু থাকবে।
যেমনঃ একই তাপমাত্রা ও চাপে 5ml নাইট্রোজেন 5ml অক্সিজেন 5ml হিলিয়াম গ্যাসে একই সংখ্যক পরমাণু থাকবে।
Comments
Post a Comment