তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি?

তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য কি?


 

তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থসমূহ আয়ন প্রদানে সক্ষম।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দ্রবণে বা গলিত অবস্থায় আয়ন উৎপন্ন করতে সক্ষম নয়।

২. তড়িৎ বিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবণীয়।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগসমূহ সাধারণত পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, তবে অপোলার দ্রাবকে দ্রবণীয়।

৩.  তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম নয়।

৪. তড়িৎ বিশ্লেষ্য যৌগগুলি উদ্বায়ী হয় না।
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য যৌগগুলি সাধারণত উদ্বায়ী হয়।

৫. তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়
কিন্তু, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলির গলনাংক ও স্ফুটনাংক নিম্ন হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।