গ্যাসের জন্য প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?
গ্যাসের জন্য প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?
গ্যাসের আয়তন তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। তাপমাত্রা ও চাপ পরিবর্তনের ফলে বিভিন্ন গ্যাসের আয়তন ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত হয়। এর ফলে গ্যাস সমূহের মধ্যে আয়তনের তারতম্য করা কষ্টকর হয়ে পড়ে।
এজন্য বিভিন্ন গ্যাসের মধ্যে আয়তনের তুলনা করার সুবিধার্থে তাপমাত্রা ও চাপের নির্দিষ্ট মানকে প্রমাণ বা আদর্শ মান হিসেবে বিবেচনা করা হয়। তাপমাত্রা ও চাপের এ মানকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। সংক্ষেপে একে S.T.P.(Standard Temperature and Pressure) বলে।
সাধারণত 0ºC বা 273K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1atm বা 76cm(Hg) বা 760mm(Hg) চাপকে প্রমাণ চাপ ধরা হয়।
প্রমাণ অবস্থায় যে কোন গ্যাসের মোলার আয়তন সমান এবং এর মান 22.4L.
Comments
Post a Comment