গ্যাসের জন্য প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?

গ্যাসের জন্য প্রমাণ তাপমাত্রা ও চাপ কি?




গ্যাসের আয়তন তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। তাপমাত্রা ও চাপ পরিবর্তনের ফলে বিভিন্ন গ্যাসের আয়তন ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত হয়। এর ফলে গ্যাস সমূহের মধ্যে আয়তনের তারতম্য করা কষ্টকর হয়ে পড়ে। 
এজন্য বিভিন্ন গ্যাসের মধ্যে আয়তনের তুলনা করার সুবিধার্থে তাপমাত্রা ও চাপের নির্দিষ্ট মানকে প্রমাণ বা আদর্শ মান হিসেবে বিবেচনা করা হয়। তাপমাত্রা ও চাপের এ মানকে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। সংক্ষেপে একে S.T.P.(Standard Temperature and Pressure) বলে। 

সাধারণত 0ºC বা 273K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা এবং 1atm বা 76cm(Hg) বা 760mm(Hg) চাপকে প্রমাণ চাপ ধরা হয়। 

প্রমাণ অবস্থায় যে কোন গ্যাসের মোলার আয়তন সমান এবং এর মান 22.4L.

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।