আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন?
আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন?
একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু কে আইসোটোপ বলে।
কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ঐ মৌলটির পারমাণবিক সংখ্যার সমান হয়। পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান হয়।
আমরা জানি কোন মৌলের রাসায়নিক ধর্ম এর ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে। পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান হলে, পারমাণবিক সংখ্যাও সমান হবে। আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা ভিন্ন হলেও তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু একই হয়।
যেহেতু পারমাণবিক সংখ্যা এক সেহেতু আইসোটোপগুলির ইলেকট্রন সংখ্যাও একই হবে।
যেমন, অক্সিজেনের তিনটি আইসোটোপ ₈¹⁶O ; ₈¹⁷O ; ₈¹⁸O .
এদের সবার পারমাণবিক সংখ্যা 8 পারমাণবিক সংখ্যা 8 হওয়ায় আইসোটোপ গুলির প্রত্যেকের ইলেকট্রন সংখ্যাও 8 টি হবে।
যেহেতু মৌলের রাসায়নিক ধর্ম তার ইলেকট্রনের উপর নির্ভর করে এবং একই মৌলের সকল আইসোটোপের ইলেকট্রন সংখ্যা সমান। সেহেতু বলা যায়, মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্মও একই হবে।
Comments
Post a Comment