আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য।
আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য।
আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিম্নরুপঃ
১. ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক যৌগ গঠিত হয়।
অপরদিকে, অধাতু-অধাতু সমযোজী যৌগ গঠন করে।
২. আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটে।
কিন্তু, সমযোজী যৌগ গঠনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার ঘটে।
৩. আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি।
কিন্তু, সমযোজী যৌগের গলনাংক ও স্ফুটনাংক কম হয়।
৪. আয়নিক যৌগ সমূহ পানিতে দ্রবণীয়।
কিন্তু, সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়।
৫. আয়নিক যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
কিন্তু, সমযোজী যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করে না।
৬. আয়নিক যৌগ সমূহ কেলাস গঠন করতে পারে।
কিন্তু, সমযোজী যৌগ সমূহ সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে।
অসংখ্য ধন্যবাদ
ReplyDeleteThanks
ReplyDeleteThank you
ReplyDelete