সমানুকরণ বিক্রিয়া কি?
সমানুকরণ বিক্রিয়া কি?
সমানুকরণ বিক্রিয়াঃ যে বিক্রিয়ায় কোন যৌগের অণুতে পরমাণুসমূহ পূর্ণবিন্যস্ত হয়ে অন্য সমানু উৎপন্ন করে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে।
যেমনঃ অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে ইউরিয়া উৎপন্ন হয়। এটি একটি সমানুকরণ বিক্রিয়া।
NH₄CNO -----> NH₂-CO-NH₂
Comments
Post a Comment