শীতক কি?
শীতক কি?
শীতকঃ এটি মূলত সমঅক্ষ বিশিষ্ট দুটি কাচ নল। বাইরে নলের উভয় প্রান্ত ভেতরের নলের সাথে সীল করা থাকে এবং বাইরের নলের উভয় প্রান্তের কাছাকাছি স্থানে একটি করে নির্গমন নল যুক্ত থাকে।
নিচের নির্গমন নল দিয়ে ঠান্ডা পানি নলের ভিতরে প্রবেশ করে এবং উপরের নির্গমন নল দিয়ে গরম পানি বের হয়ে আসে।
কোন গ্যাসীয় পদার্থ এই নলের ভেতর দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে তরলে রূপান্তরিত হয়।
💝জাজাকাল্লাহ খইরন
ReplyDelete