ইলেকট্রোপ্লেটিং কি?
ইলেকট্রোপ্লেটিং কি?
ইলেকট্রোপ্লেটিংঃ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।
ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে সাধারণত লোহার তৈরি জিনিসের উপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। এতে করে লোহার উপর মরিচা পড়ে না এবং লোহার তৈরি জিনিসটি দেখতে চকচকে ও উজ্জ্বল হয়।
Comments
Post a Comment