ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে।
ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে।
ইলেকট্রন বিন্যাস হতে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে কতগুলো কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। একক্ষপথগুলোকে বলা হয় স্হির কক্ষপথ বা শক্তিস্তর। পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা যত বেশি হয় শক্তিস্তরের সংখ্যাও ততো বেশি হয়।
শক্তিস্তরের সংখ্যা যত বাড়ে পরমাণুর আকার তত বৃদ্ধি পায়। ফলে আমরা পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে জানতে পারি।
পরমাণুতে ইলেকট্রনগুলো তার শক্তিস্তরে বিন্যস্ত হয়ে সর্বশেষ শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। তার থেকেই পরমাণুর আকার, আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
সুতরাং বলা যায়, ইলেকট্রন বিন্যাসইপরমাণুর কাঠামো প্রদান করে
Well
ReplyDelete