ভরের নিত্যতা সূত্র।

ভরের নিত্যতা সূত্র। 




ভরের নিত্যতা সূত্র পদার্থের অবিনাশিতা সূত্র নামে পরিচিত। সূত্রটি ফরাসি বিজ্ঞানী ল্যাভয়সিয়ে আবিষ্কার করেন। এ সূত্র হলো- 

১. পদার্থকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করাও যায় না, তাকে এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র।

২. যে কোন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহের মোট ভর বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভরের সমান হয়।

উদাহরণঃ  যদি কোন রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক A ও B অংশগ্রহন করে। যাদের ভর যথাক্রমে m ও nগ্রাম হয় এবং তাদের মধ্যে বিক্রিয়ার ফলে পদার্থ C ও D উৎপন্ন হয়, যাদের ভর যথাক্রমে x ও y গ্রাম হয়। তবে উপরোক্ত সূত্র অনুযায়ী m+n = x+y  হবে।

Comments

  1. ভরের নিততাসুএটি বাবা করো

    ReplyDelete
  2. ব্যাখা করো

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?