আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিভাবে সৃষ্টি হয়?
আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কিভাবে সৃষ্টি হয়?
প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আন্তঃআণবিক শক্তির মাধ্যমে পদার্থের এই ক্ষুদ্রতম কণাগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে।
পদার্থের ক্ষুদ্রতম কণাকে অনু বলে। অণুসমূহ পরমাণুর সমষ্টি। পরমাণু সমূহ সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। এই পরমাণুতে কতগুলো মৌলিক কণিকা যেমন: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে। এর মধ্যে ইলেকট্রন ও প্রোটন বিপরীত চার্জ বহন করে। ফলে পদার্থের ক্ষুদ্রতম কনাগুলোর অবস্থান এবং বিন্যাসের উপর নির্ভর করে অনুর দুই প্রান্তে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের উদ্ভব হয়।
এদের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ শক্তির সৃষ্টি হয়।
পদার্থের অন্তর্নিহিত এই আকর্ষণ শক্তিই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি।
Comments
Post a Comment