যৌগ কি?

যৌগ কি? 




যৌগঃ  দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তাকে যৌগ বলে। 

যেমনঃ পানির মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয় পানি (H₂O) অনু গঠন করে। 
সুতরাং পানি একটি যৌগ। 
আবার, সোডিয়াম পরমাণুর সাথে একটি ক্লোরিন পরমাণু আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড (NaCl) যৌগ গঠন করে। একইভাবে দুটি হাইড্রোজেন পরমাণু একটি সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) যৌগ গঠন করে। 
আরো কিছু যৌগের উদাহরণঃ HCl ; H₃PO₄ ; HNO₃ ; KCl ইত্যাদি

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?