মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি?
মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য কি?
মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
১. যেসব পদার্থকে বিশ্লেষণ করলে ঐ পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না সেই পদার্থকে মৌলিক পদার্থ বলে।
অপরদিকে, যেসব পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক ভিন্ন পদার্থ পাওয়া যায় সেই পদার্থ গুলিকে যৌগিক পদার্থ বলে।
২. মৌলিক পদার্থ গুলি একই মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। কিন্তু, যৌগিক পদার্থ একাধিক ভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত।
৩. উদাহরণঃ হাইড্রোজেন অণুকে (H₂) বিশ্লেষণ করলে শুধু হাইড্রোজেন পাওয়া যায়।
সুতরাং হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ।
অপরদিকে, পানিকে (H₂O) বিশ্লেষণ করলে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়।
সুতরাং পানি একটি যৌগিক পদার্থ।
Tnxx
ReplyDeleteDialogue preparation for jsc exam
ReplyDeleteBro thnk you
ReplyDelete