Posts

ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে।

ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো প্রদান করে।  ইলেকট্রন বিন্যাস হতে পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে কতগুলো কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। একক্ষপথগুলোকে বলা হয় স্হির কক্ষপথ বা শক্তিস্তর। পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা যত বেশি হয় শক্তিস্তরের সংখ্যাও ততো বেশি হয়।  শক্তিস্তরের সংখ্যা যত বাড়ে পরমাণুর আকার তত বৃদ্ধি পায়। ফলে আমরা পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে জানতে পারি। পরমাণুতে ইলেকট্রনগুলো তার শক্তিস্তরে বিন্যস্ত হয়ে সর্বশেষ শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়। তার থেকেই পরমাণুর আকার, আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।  সুতরাং বলা যায়, ইলেকট্রন বিন্যাসইপরমাণুর কাঠামো প্রদান করে

আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন?

আইসোটোপের রাসায়নিক ধর্ম একই হয় কেন? একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু কে আইসোটোপ বলে।  কোন মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ঐ মৌলটির পারমাণবিক সংখ্যার সমান হয়। পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান হয়।  আমরা জানি কোন মৌলের রাসায়নিক ধর্ম এর ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে।  পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা সমান হলে, পারমাণবিক সংখ্যাও সমান হবে। আইসোটোপের ক্ষেত্রে একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর সংখ্যা ভিন্ন হলেও তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু একই হয়।  যেহেতু পারমাণবিক সংখ্যা এক সেহেতু আইসোটোপগুলির ইলেকট্রন সংখ্যাও একই হবে।  যেমন, অক্সিজেনের তিনটি আইসোটোপ ₈¹⁶O ; ₈¹⁷O ; ₈¹⁸O . এদের সবার পারমাণবিক সংখ্যা 8 পারমাণবিক সংখ্যা 8 হওয়ায় আইসোটোপ গুলির প্রত্যেকের ইলেকট্রন সংখ্যাও 8 টি হবে।  যেহেতু মৌলের রাসায়নিক ধর্ম তার ইলেকট্রনের উপর নির্ভর করে এবং একই মৌলের সকল আইসোটোপের ইলেকট্রন সংখ্যা সমান। সেহেতু বলা যায়, মৌলের আইসোটোপগুলির রাসায়নিক ধর্মও একই হবে।

পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম।

পারমাণবিক সংখ্যা মৌলের মৌলিক ধর্ম। প্রত্যেক মৌলের একটি বৈশিষ্ট্য মূলক সংখ্যা আছে যা ঐ মৌলের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান। এ সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়।  কোন মৌলের রাসায়নিক ধর্ম ও মৌলের যোজনী পারমাণবিক সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়।  একটি পরমাণুর  সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনসমূহ     রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তখন পরমাণুতে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, কিন্তু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না।    মৌলের প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা সমান।  প্রোটন সংখ্যা বা  পারমাণবিক সংখ্যাই  মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষা করে। এটি মৌলের মৌলিক ধর্মকে নিয়ন্ত্রণ করে।  সুতরাং বলা যায়, পারমাণবিক সংখ্যা একটি মৌলের মৌলিক ধর্ম। 

নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কেন?

নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কেন? পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা এবং নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা। নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত হওয়ায় প্রোটনের ধনাত্মক আধান পরমাণুর নিউক্লিয়াসে ছড়িয়ে থাকে।  তাই বলা যায়, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত।

মৌলিক কণিকা বা মূল কণিকা কি।

মৌলিক কণিকা বা মূল কণিকা কি। যেসব অতিসূক্ষ কণিকা যা মূল উপাদান হিসেবে বিভিন্ন পরমাণুতে উপস্থিত থাকে অর্থাৎ যেসব অতিক্ষুদ্র কনিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণুর মৌলিক কণিকা বা মূল কণিকা বলে।

পরমাণু ইলেকট্রন কক্ষপথ কি।

পরমাণু ইলেকট্রন কক্ষপথ কি।  কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সমূহ যে নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে বলে কল্পনা করা হয়, তাকে পরমাণুর ইলেকট্রনীয় কক্ষপথ বলে।

পরমাণু মডেল কাকে বলে।

পরমাণু মডেল কাকে বলে।  পরমাণু মডেলঃ   পরমাণুর অভ্যন্তরে মূল কণিকাসমূহের অবস্থান সম্পর্কে পরীক্ষালব্ধ ও যুক্তিনির্ভর সমাবেশ চিত্রকে পরমাণু মডেল বলে।

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?