আপেক্ষিক পারমানবিক ভর এর কোন একক থাকে না কেন?
আমরা পারমাণবিক ভর বলতে আপেক্ষিক পারমানবিক ভরকেই জানি। কোন মৌলের আপেক্ষিক পারমানবিক ভর ঐ মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন -১২ আইসোটোপের ভরের ১/১২ অংশ এর অনুপাত।
মৌলের আপেক্ষিক পারমানবিক ভর= (ঐ মৌলের একটি পরমাণুর ভর) ÷ (একটি কার্বন-12 আইসোটোপের ভরের 1/12 অংশ)।
একই জাতীয় দুটি রাশির তুলনা বোঝাতে কোন একক ব্যবহার করা হয় না। আপেক্ষিক পারমানবিক ভর দুটি একই জাতীয় রাশির অনুপাত।
এইজন্য আপেক্ষিক পারমানবিক ভরের কোন একক থাকে না।
Comments
Post a Comment