পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ কেন?
পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। আমরা জানি, পরমাণুতে তিন ধরনের স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন উপস্থিত থাকে। এই তিন কণিকার মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জিত, প্রোটন ধনাত্মক চার্জিত এবং নিউটন চার্জ নিরপেক্ষ কণা।
প্রোটন এবং নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত থাকে। অপরদিকে ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে।
প্রোটনের আপেক্ষিক চার্জ " +1" এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ " -1"
অর্থাৎ প্রোটন ও ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত।
কাজেই, পরমাণুতে যখন প্রোটন ও ইলেকট্রনের চার্জের পরিমাণ সমান হয় পরমাণু তখন চার্জ বা বিদ্যুৎ নিরপেক্ষ হয়।
Comments
Post a Comment