ইলেকট্রনের ভর নির্ণয়
হাইড্রোজেনের (H) আপেক্ষিক পারমানবিক ভর 1.008 গ্রাম।
1.008g হাইড্রোজেন পরমাণু = এক মোল হাইড্রোজেন পরমাণু।
১ মোল হাইড্রোজেন পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যাক (6.023 × 10²³) টি হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে।
অতএব,
6.023× 10²³ টি হাইড্রোজেন পরমাণুর ভর =1.008 g
একটি হাইড্রোজেন পরমাণুর ভর = 1.008 / 6.023× 10²³ g
(আমরা জানি, একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভর থেকে 1836 গুন হালকা। একটি প্রোটনের আপেক্ষিক ভর এক(1) যা একটি হাইড্রোজেন পরমাণুর ভর এর প্রায় সমান।)
অতএব,
একটি ইলেকট্রনের ভর = একটি হাইড্রোজেন পরমাণুর ভর × 1/ 1836
= ( 1.008 / 6.023×10²³) × ( 1 / 1836)
= 9.11× 10-²⁸ g
= 9.11 × 10-³¹ kg
Comments
Post a Comment