2Cl ও Cl₂ বলতে কী বোঝায়?
2Cl দ্বারা ক্লোরিনের দুইটি পরমাণুকে বোঝায়। পরমাণু হল মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কোন স্বাধীন অস্তিত্ব নেই। কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
2Cl ক্লোরিন মৌলের ক্ষুদ্রতম দুটি পৃথক কণা যারা ক্লোরিন মৌলের সব ধর্ম বজায় রাখে।
Cl₂ দ্বারা দুটি ক্লোরিন পরমাণু রাসায়নিক একক-বন্ধনের দ্বারা গঠিত একটি ক্লোরিন অণু বোঝায়। দুটি ক্লোরিন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা একটি মৌলিক ক্লোরিন অনু গঠন করে।
Cl + Cl -----> Cl₂
Comments
Post a Comment