k-শেলে উপশক্তিস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?
কোন পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে। K- শেলের বা শক্তি স্তরের ক্ষেত্রে n = 1 হয়। এই শেল বা শক্তিস্তর গুলি উপশক্তি স্তরে বিভক্ত থাকে। উপশক্তিস্তরকে " l" দ্বারা চিহ্নিত করা হয়। " l "এর মান শূণ্য (0) থেকে (n- 1) পর্যন্ত হয়।
উপশক্তিস্তরগুলি আবার বিভিন্ন অরবিটালে বিভক্ত থাকে। বিভিন্ন অরবিটলে ইলেকট্রন গুলি ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে। একে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা (m) বলা হয়। m -এর মান শূন্য (0) থেকে ± l পর্যন্ত হয়।
K - শেলের জন্য n = 1 হলে,
l = 0 এর জন্য 1s - উপশক্তিস্তর হবে,
তাহলে l = 0 এর জন্য m = 0 হবে। অর্থাৎ K -শেলে শুধু 1s অরবিটাল সম্ভব।
আবার আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা (s) থেকে জানি, একটি অরবিটাল সর্বোচ্চ দুটি ইলেকট্রন ধারণ করতে পারে।
তাহলে K-শেলে ইলেকট্রন ধারণ করে
= 1x 2 = 2 টি।
অতএব, K- শেল একটি উপশক্তিস্তর এবং দুটি ইলেকট্রন ধারণ করতে পারে।
( l = 0 হলে s- উপশক্তিরস্তর,
l = 1 হলে p- উপশক্তিস্তর,
l = 2 হলে d- উপশক্তিস্তর,
l = 3 হলে f- উপশক্তিস্তর হবে।)
Comments
Post a Comment