Posts

হিলিয়াম গ্যাসের ব্যবহার।

হিলিয়াম গ্যাসের ব্যবহার। পর্যায় সারণি 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস সমূহ মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। হিলিয়ামের ব্যবহার : ১. অদাহ্য ও হালকা হওয়ায় আবহাওয়া পরীক্ষার যে বেলুন আকাশে ওড়ানো হয় তার ভেতর হিলিয়াম ব্যবহার করা হয়। ২. উড়োজাহাজের টায়ার স্ফীত করার কাজে হিলিয়াম ব্যবহার করা হয়। ৩. হিলিয়ামের দ্রাব্যতার জন্য একে অক্সিজেনের সাথে মিশ্রিত করে ডুবুরিরা শ্বাসকার্যে ব্যবহার করে। ৪. অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ৫. কম তাপমাত্রায় গবেষণার জন্য গবেষণাগারে হিলিয়াম ব্যবহার করা হয়। ৬. প্রতিপ্রভা(Fluorescent) নলে নিয়ন গ্যাসের সাথে হিলিয়াম ব্যবহার করা হয়।

হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি?

হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি? হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ : ১. যেসকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে হার্ডওয়ার বলে। অপরদিকে সফটওয়্যার হলো একসেট নির্দেশনা বা কম্পিউটার কে কি কাজ করতে হবে তার নির্দেশনা দেয়। ২. হার্ডওয়ারকে স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যারকে স্পর্শ করা যায় না। ৩. হার্ডওয়ার হলো কম্পিউটারের দেহ, কিন্তু সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। ৪. কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি সফটওয়্যার এর উদাহরণ। অপরদিকে উইন্ডোজ 2007, 2008 ইত্যাদি সফটওয়্যার এর উদাহরণ।

ফ্যাক্স কি?

ফ্যাক্স কি? ফ্যাক্স হল তার বা রেডিওর সাহায্যে কোন ছবি, চিত্র, ডায়াগ্রাম বা যে কোন লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ করার একটি ইলেকট্রনিক ব্যবস্থা। আধুনিক ফ্যাক্স মেশিনে কোন ডকুমেন্ট ইলেকট্রনিক উপায় স্ক্যানিং করা হয় এবং স্ক্যানকৃত সংকেতকে বাইনারি সংকেত রূপান্তর করা হয়। এরপর স্ট্যান্ডার্ড মোডেল কৌশল ব্যবহার করে টেলিফোনের মাধ্যমে প্রেরণ করা হয়। গ্রাহক ফ্যাক্স মেশিন একে ডকুমেন্টে পরিণত করে। এরপর একটি প্রিন্টারে প্রেরণ করে ডকুমেন্ট টিকে হুবহু ছেপে বের করা হয়। এভাবেই ফ্যাক্স মেশিন কাজ করে। ফ্যাক্স মেশিন ব্যবহার করে খুব অল্প সময়ে অপরাধীর ছবি, অঙ্গুলের ছাপ ইত্যাদি এক শহর থেকে আরেক শহরে বা দেশে পাঠিয়ে অপরাধী সনাক্ত করা যায়। এছাড়া ব্যাংকিং ব্যবস্থায় ফ্যাক্সের সাহায্যে একাউন্ট সংক্রান্ত তথ্য ও স্বাক্ষরের রেকর্ড করা এবং আদান প্রদান করা হয়।

অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?

অডিও সংকেত ও ভিডিও সংকেত কি?   অডিও সংকেত : কোন বক্তা বা উপস্থাপকের কথা বা কণ্ঠস্বর বা যে কোন শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়। এভাবে উৎপন্ন তড়িৎ সংকেতকে অডিও সংকেত বলে। ভিডিও সংকেত : ভিডিও সংকেত এর উৎস হলো কোনো ছবি বা দৃশ্য। কোন দৃশ্যকে টেলিভিশন ক্যামেরা দ্বারা ধারণ করে এবং স্ক্যানিং প্রক্রিয়ায় একে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয়। এই সংকেতের নাম ভিডিও সংকেত।

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি?

দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ: ১. বিপর্যয়ের ফলে মানুষের জন্য যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় তাকে দুর্যোগ বলে। অপরদিকে প্রাকৃতিক বা মানব সৃষ্ট কোন আকস্মিক ঘটনাকে বিপর্যয় বলে। ২. বিপর্যয় সৃষ্টি হলে কেবল দুর্যোগ দেখা দেয়। দুর্যোগ সম্পর্কে আগেই আভাস পাওয়া সম্ভব। কিন্তু বিপর্যয় সৃষ্টি হয় আকস্মিকভাবে, প্রাকৃতিক বা অন্য কোন কারণে। বিপর্যয় সম্পর্কে কোন পূর্ব ধারণা পাওয়া যায় না। ৩. সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগ রোধ করা সম্ভব।  কিন্তু প্রাকৃতিক কারণে ও আকস্মিকভাবে হয় বলে বিপর্যয় রোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়।

জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়?

জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়? একটি এলাকায় একদিকে যেমন শিশুর জন্ম হয় অপরদিকে নানা বয়সের লোক মৃত্যুবরণ করে। কোন একটি এলাকায় শিশু জন্মহার ও মৃত্যুহার সমান হলে ওই এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পাবে না। কিন্তু একটি এলাকায় যে কয়জন লোক মৃত্যুবরণ করে তার চেয়ে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া দুটি অবস্থার উপর নির্ভর করে। তা হলো বহির্গমন ও বহিরাগমন। বহির্গমন এর ফলে একটি দেশের জনসংখ্যা কমে যায়। আর বাহির থেকে লোক আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।

ভূমিকম্প কি?

ভূমিকম্প কি? ভূ-অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোন কম্পন ভূত্বকে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে সাধারণত তাকে ভূমিকম্প বলে।  আমাদের ভূগর্ভে কতগুলো টেকটনিক প্লেট থাকে। এই প্লেটগুলো গতিশীল অবস্থায় থাকে। টেকটনিক প্লেট গুলো স্থান পরিবর্তনের সময় একে অপরের সাথে আঘাত লাগে। সেই আঘাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম সর্তকতা দেওয়া সম্ভব নয়। রিখটার স্কেলে ভূমিকম্প পরিমাপ করা হয়। বিশ্বের মধ্যে জাপান, আমেরিকার ক্যালিফোর্নিয়া ভূমিকম্প প্রবণ এলাকা বলে চিহ্নিত।

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?