অ্যাসিডিয় ফ্যাক্স ও ক্ষারীয় ফ্লাক্স কি। কিভাবে এরা ধাতু বিশোধন করে।
অ্যাসিডিয় ফ্যাক্স ও ক্ষারীয় ফ্লাক্স কি। কিভাবে এরা ধাতু বিশোধন করে। ধাতুর আকরিক এর সঙ্গে যেসব অপদ্রব্য মিশ্রিত থাকে তাদেরকে খনিজ মল বলে। ধাতুর খনিজমল হলে তাকে ক্ষারীয় খনিজমল এবং অধাতুর খনিজমল হলে তাকে অম্লীয় খনিজমল বলে। খনিজমল দূর করার জন্য আকরিকের সঙ্গে যে পদার্থ যোগ করা হয় তাকে ফ্লাক্স বলে। ক্ষারীয় খনিজমল দূর করার জন্য যে ফ্লাক্স যোগ করা হয় তাকে অম্লীয় ফ্লাক্স এবং অম্লীয় খনিজমল দূর করার জন্য যে ফ্লাক্স যোগ করা হয় তাকে ক্ষারীয় ফ্লাক্স বলে। ধাতুর আকরিক থেকে খনিজমল দূর করার জন্য আকরিক এর সাথে ফ্লাক্স যোগ করা হয়। উচ্চ তাপমাত্রায় আকরিকের ধাতব অক্সাইড বিজারিত হয় মুক্ত ধাতু উৎপন্ন করে এবং ফ্লাক্স, খনিজমল এর সাথে যুক্ত হয়ে ধাতুমল উৎপন্ন করে। ধাতুমল হালকা বলে গলিত ধাতুতে দ্রবীভূত হয় না। ধাতুমল হালকা বলে গলিত ধাতু থেকে সহজে পৃথক করা যায়। খনিজমল যেমন এসিডিয় ও ক্ষারীয় হয় তেমনি ফ্লাক্স গুলি অ্যাসিডিয় ও ক্ষারীয় হয়। অ্যাসিডিয় খনিজমল দূর করার জন্য ক্ষারীয় ফ্লাক্স এবং ক্ষারীয় খনিজমল দূর করার জন্য অম্লীয় ফ্লাক্স যোগ করা হয়।...