অবস্থান্তর ধাতুসমূহ জটিল যৌগ গঠন করে কেন?

অবস্থান্তর ধাতুসমূহ জটিল যৌগ গঠন করে কেন?




 
সাধারণত একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋনাত্বক আয়ন বা অনু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে যে জটিল কাঠামোর আয়ন গঠিত হয় তাকে জটিল আয়ন বলে। 

এই কেন্দ্রীয় ধাতব আয়নটি সঙ্গে ঋনাত্বক আয়ন বা অনু যুক্ত হয়ে জটিল যৌগ গঠিত হয়। কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত ঋনাত্বক আয়নসমূহ লিগ্যান্ড নামে পরিচিত। জটিল যৌগ গঠনে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক লিগ্যান্ড যুক্ত থাকে। 
সাধারণত অবস্থান্তর ধাতুর পরমানু বা আয়ন জটিল যৌগ গঠনে কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণু হিসেবে অংশ নেয়। 
যেমনঃ ইত্যাদি ধাতু ও ধাতব আয়ন সমূহ জটিল যৌগ গঠনে অংশ নেয়। প্রত্যেক লিগ্যান্ড অন্তত এক জোড়া ইলেকট্রন সরবরাহ করে যার দ্বারা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে লিগ্যান্ডসমূহ কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত হয়। 
অবস্থান্তর ধাতুর আয়নসমূহের বহিঃস্তরের ফাঁকা d- অরবিটাল থাকায় প্রতিটি লিগ্যান্ড থেকে একজোড়া করে ইলেকট্রন ফাঁকা অরবিটালে গৃহীত হয়। ফলে অবস্থান্তর ধাতুর আয়নের সঙ্গে একাধিক লিজেন্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে এবং অবস্থান্তর ধাতু সমূহ জটিল যৌগ গঠনে সক্ষম। 

যেমনঃ হেক্সাসায়ানো ফেরেট (II) আয়ন। [Fe(CN)₆]⁴-

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।