ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন?

ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয় কেন? 





জার্মান রসায়নবিদ ফ্রেডারিক ভোলার প্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ হতে জৈব যৌগ প্রস্তুত করেন। জৈব যৌগে বার্জেলিয়াস প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেন। এরপর হতেই শুরু হলো একের পর এক জৈব যৌগের সংশ্লেষণের জয়যাত্রা। প্রকৃতপক্ষে পরীক্ষাগারে জৈব যৌগের সংশ্লেষণের পথ উন্মুক্ত করেন। সে কারণে তাকে জৈব রসায়নের জনক বলা হয়। 

তিনি পরীক্ষাগারে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে ইউরিয়া প্রস্তুত করেছিলেন।

NH₄CNO <----> NH₂-CO-NH₂

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।