এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য।

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য।  






এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য নিম্নরূপঃ 

১. এক সমতুলীয় আলো সমান্তরাল দুটি নিকেল প্রিজমের মধ্য দিয়ে চলতে পারে।

২. নিকেল প্রিজম দুটি লম্বভাবে থাকলে আলো প্রথম প্রিজমের ভেতর দিয়ে বের হয়ে আর দ্বিতীয় প্রিজমের ভেতর দিয়ে পূর্বের সরল পথে আসতে পারে না। ফলে পূর্বের সরল পথটি অস্বচ্ছ হয়ে থাকে।

৩. দুই সমান্ততরাল নিকেল প্রিজমের বিন্যাসের প্রথম প্রিজমের ভেতর দিয়ে এক সমতুলীয় আলো আসার পর কোন কারনে ঐ এক সমতুলীয় আলোর পথ ধীরে ধীরে কৌনিক ঘূর্ণনে দিক পরিবর্তন করলে, তখনও দ্বিতীয় সমান্তরাল প্রিজমের ভেতর দিয়ে পূর্বের পথে আলো প্রসারিত হতে পারে না। ফলে পূর্বের আলোর সরল পথ  অস্বচ্ছ হয়ে ওঠে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।