ফসফরাস এর ব্যবহার।

ফসফরাস এর ব্যবহার। 





ফসফরাসের ব্যবহার অনেক। প্রাণী দেহের রক্ত, মস্তিষ্ক ও হাড় গঠন করে। এটি উদ্ভিদের বৃদ্ধি সাধন করে। সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট সার উদ্ভিদের পুষ্টি সাধন করে। 
সেফটি ম্যাচ বা নিরাপদ দিয়াশলাইয়ের কাঠির মাথায় ও বাক্সের পাশে লোহিত ফসফরাস ব্যবহার করা হয়। ফসফরাস ব্রোঞ্চ নামক সংকর ধাতু প্রস্তুতিতে ফসফরাস ব্যবহার করা হয়। ফসফরাস ব্রোঞ্চ শক্ত, মরিচারোধী ও ক্ষয়রোধী হওয়ায় বল, বিয়ারিং, ভালব ও শক্ত তার প্রস্তুত করতে ফসফরাস ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।