রেসিমিক মিশ্রণ কি?

রেসিমিক মিশ্রণ কি? 





দুটি এনানশিওমার যেমন d-ল্যাকটিক এসিড ও l- ল্যাকটিক অ্যাসিড উভয় এক সমতলীয় আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরায়। তাই d- সমানু ও l -সমানুর সমপরিমাণ মিশ্রণ পরস্পরের বিপরীত ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করে থাকে। ফলে d- ও l- সমানুর এই সমতুল মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়।  দুটি এনানশিওমার এরূপ সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। 

d-ল্যাকটিক অ্যাসিড ও l- ল্যাকটিক এসিডের ঘূর্ণন কোণ যথাক্রমে +2.24º ও -2.24º।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।