NO এর জারন ধর্ম।
NO এর জারন ধর্ম নিম্নরূপঃ NO অধাতু যেমন - ফসফরাসকে জারিত করে P₂O₅ ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।
4P + 10NO ----> 2P₂O₅ + 5N₂
আবার, কার্বনকে জারিত করে CO₂ ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।
C + 2NO -----> CO₂ + N₂
NO ধাতুসমূহকে জারিত করে, যেমন-ম্যাগনেসিয়াম(Mg) কে জারিত করে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) ও নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।
2Mg + 2NO ----> 2MgO + N₂
আবার, কপারকে (Cu) জারিত করে কপার অক্সাইড ( CuO) এবং নাইট্রোজেন গ্যাস (N₂) উৎপন্ন করে।
2Cu + 2NO -----> 2CuO + N₂
Comments
Post a Comment