নাইট্রাস এসিডের (HNO₂) জারণ ও বিজারণ ধর্ম
নাইট্রাস এসিড (HNO₂) জারন ও বিজারণ উভয়-ধর্ম প্রদর্শন করে।
জারন ধর্মঃ নাইট্রাস এসিড আয়োডিন লবণকে (KI) জারিত করে মুক্ত আয়োডিন (I₂) উৎপন্ন করে।
2HNO₂ + 2KI -----> I₂ + 2KOH + 2NO
বিজারণ ধর্মঃ নাইট্রাস এসিডের জলীয় দ্রবণ হ্যালোজেন যেমন- ব্রোমিনকে (Br₂) বিজারিত করে হাইড্রোজেন ব্রোমাইড (HBr) উৎপন্ন করে।
HNO₂ + Br₂ + H₂O ----> 2HBr + HNO₃
Comments
Post a Comment