নিরপেক্ষ বা প্রশম অক্সাইড কি?

 

নিরপেক্ষ অক্সাইডঃ যে সকল অধাতব অক্সাইড এসিড বা ক্ষারক কোনোটির সাথে বিক্রিয়া করে না অর্থাৎ এসিড বা ক্ষারীয় কোন ধর্ম প্রদর্শন করে না তাদেরকে নিরপেক্ষ বা প্রশমন অক্সাইড বলে। 

যেমন- CO ; N₂O ; NO ; H₂O ইত্যাদি। 

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।