NO₂ এর অম্ল ধর্ম।
NO₂ অম্ল ধর্মঃ NO₂ শীতল পানিতে দ্রবীভূত হয়ে HNO₃ ও HNO₂ উৎপন্ন করে।
2NO₂ + H₂O ----> HNO₃ + HNO₂
HNO₃ ও HNO₂ এসিড পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে। এই হাইড্রোজেন আয়ন লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে।
HNO₃(aq) -----> H+(aq) + NO₃-(aq)
HNO₂(aq) -----> H+(aq) + NO₂-(aq)
H+(aq) + লাল লিটমাস ----> নীল লিটমাস
এছাড়া HNO₃ ও HNO₂ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে।
NaOH+HNO₃ ----> NaNO₃ + H₂O
NaOH+HNO₂ ----> NaNO₂ + H₂O
এজন্য NO₂ এর অম্ল ধর্ম বিদ্যমান।
Comments
Post a Comment