পার অক্সাইড কি?
যেসব অক্সাইডে সাধারণ অক্সাইডের থেকে বেশি পরিমাণ অক্সিজেন পরমাণু যুক্ত থাকে এবং শীতল লঘু এসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড (H₂O₂) উৎপন্ন করে, সে সকল অক্সাইডকে পার-অক্সাইড বলে।
যেমন - Na₂O₂ ; K₂O₂ ; BaO₂ ; H₂O₂ ইত্যাদি।
Na₂O₂ + 2HCl ----> H₂O₂ + 2NaCl
K₂O₂ + 2HCl ----> H₂O₂ + 2KCl
BaO₂ + 2HCl ----> H₂O₂ + BaCl₂
Comments
Post a Comment