প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী?

প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধকরন কী? 




বায়ুমন্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক ভাবে মটর, ছোলা, শিম, মটরশুটি প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শেকড়ে যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া থাকে তার সাহায্যে উদ্ভিদ বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে এবং উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে নাইট্রোজেন ফিক্সেশন বা আবদ্ধ করে রাখে। 


এছাড়া বজ্রপাতের সময় বিদ্যুৎক্ষরণে উৎপন্ন 3000ºC তাপমাত্রায় বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে NO উৎপন্ন করে যা পরে 50ºC তাপমাত্রায় জারিত হয়ে NO₂ উৎপন্ন করে। 

বৃষ্টির পানির সাথে NO₂ বিক্রিয়া করে HNO₃ গঠন করে যা মাটির ক্ষারীয় পদার্থ চুন বা চুনাপাথর প্রভৃতির সাথে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট গঠন করে মাটিতে জমা হয়। এতে প্রায় 20% নাইট্রোজেন বিদ্যমান থাকে। 

N₂ + O₂ --------> 2NO

2NO + O₂ ------> 2NO₂

2NO₂ +O₂ +2HNO₃ ----->4HNO₃

CaCO₃+ 2HNO₃ ----> Ca(NO₃)₂ + CO₂ + H₂O

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।