নাইট্রোজেন চক্র কী?

নাইট্রোজেন চক্র কী? 




বায়ুর নাইট্রোজেন উদ্ভিদ ও প্রাণী দেহের ভেতর দিয়ে আবার বায়ুতে ফিরে আসে। নাইট্রোজেন চলার এই পথকে নাইট্রোজেন চক্র বলে। 


নাইট্রোজেন উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। নাইট্রোজেন অ্যামাইনো এসিডের পলিমার হিসাবে প্রাণী দেহে প্রোটিন তৈরি করে। প্রাণীসমূহ তাদের প্রয়োজনীয় নাইট্রোজেন উদ্ভিদ থেকে গ্রহণ করে। উদ্ভিদ মাটি থেকে নাইট্রেট লবন হিসেবে নাইট্রোজেন গ্রহণ করে। 

নাইট্রোজেনের প্রধান উৎস বায়ুমণ্ডল। বিদ্যুৎক্ষরণের ফলে বায়ুমন্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে NO₂ সৃষ্টি হয়। যা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির সঙ্গে মাটিতে পতিত হয় এবং নাইট্রেট লবণ গঠন করে। এরূপে নাইট্রোজেন বায়ু হতে মাটিতে, মাটি থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে জীবদেহে প্রবেশ করে। উদ্ভিদ ও প্রাণীর মরনের পর পুনরায় নাইট্রোজেন মাটিতে ফিরে আসে। আবার মাটি হতে বায়ুমণ্ডলে চলে যায়। এই প্রাকৃতিক চক্রাকার পদ্ধতি সর্বদায় চলে। বায়ুমণ্ডল ও বায়ুর মধ্যকার নাইট্রোজেনের এ ধরনের চক্রাকারে আবর্তনকে নাইট্রোজেন চক্র বলে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।